আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধু!আপনাকে এই ইসলাম শিক্ষার যাত্রায় স্বাগতম। এই কোর্সে আপনি আরো অনেকগুলো ছোট্ট বন্ধুর সঙ্গে মজার মজার গল্পে শিখে নিবেন আল্লাহ, নবীজী ﷺ ও ইসলাম সম্পর্কে অনেক কিছু। শিখবেন দো’আ, আদাব ও ছোট ছোট কুরআনের সূরা। ক্লাস শেষে থাকবে একটুখানি কুইজ, আর সপ্তাহ শেষে থাকবে দারুন একটি ওয়ার্কশিট – আশা করি আপনার জন্য আমাদের এই আয়োজন আপনার ভীষণ ভালো লাগবে।🖍 আনন্দ আর ইলমে ভরা দুনিয়ায় পা রাখতে প্রস্তুত হোন। Batch ISK101 ওয়াটসঅ্যাপ গ্রুপ : https://chat.whatsapp.com/FF8PdSGSSzC2Q7G60ElXZnগ্রুপে শুধুমাত্র শিক্ষার্থীর নারী অভিভাবক জয়েন করবেন। পুরুষ নাম কিংবা সাংকেতিক নাম থাকলে গ্রুপে accept করা হবে না।